দক্ষিণ দিনাজপুরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা

0
37

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা তার ঝোড়ো ব্যাটিং -এ প্রত্যেক দিন তার আগের দিনের রেকর্ড ভেঙ্গে দুর্বার গতিতে নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় এগিয়ে চলেছে। ফের এই জেলায় রেকর্ড সংক্রমণ দেখা দিয়েছে। একদিনে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১২১ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬৭৩। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০৯ জন।

covid hospital | newsfront.co
ফাইল চিত্র

জানা গিয়েছে, শুক্রবার রাতে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা রিপোর্ট অনুযায়ী নতুন করে ১১৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও ট্রুনাটে আরও তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর ফলে একদিনে করোনা আক্রান্ত বেড়ে হল ১২১ জন। এর আগে সর্বোচ্চ একদিনে ৮৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছিল।

আজ সেই সংক্রমণের সংখ্যা টপকে রেকর্ড সংক্রমণ হল। দিন দিন যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই জায়গা থেকে চিন্তিত জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য দফতর। এদিকে এখনও পর্যন্ত ৩০৯ জন করোনাকে হারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যা কিছুটা হলেও স্বস্তির। নতুন আক্রান্তদের মধ্যে জেলার প্রায় প্রতিটি ব্লকই রয়েছে বলে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্তের হদিশ মিলতেই বন্ধ দোকানপাট

নতুন আক্রান্তদের মধ্যে বালুরঘাটের সব থেকে বেশি জন রয়েছে। বালুরঘাটে ৬৫ জন, কুমারগঞ্জে ২৪, হরিরামপুরে ৫, বংশীহারী ৫, গঙ্গারামপুর ৪, কুশমণ্ডি ৫ ও তপনের ১০ জন রয়েছে। এছাড়াও ট্রুনাটে তিনজনের শরীরে করোনার হদিশ মিলেছে।

নতুন আক্রান্তদের মধ্যে বালুরঘাট জেলা আদালতেই ৩৪ জন রয়েছে। এছাড়াও গঙ্গারামপুর বিডিও অফিস, কুমারগঞ্জ বিডিও অফিস এবং হাসপাতাল, বংশীহারীর রশিদপুর হাসপাতালের কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুনঃ বিদুৎমন্ত্রীকেও ৫৭ শতাংশ বেশি বিল ধরাল সিইএসসি

যদিও জানা গিয়েছে গত বৃহস্পতিবার রাত্রে বালুরঘাট কোভিড হাসপাতালে একজন কোভিড আক্রান্তের মৃত্যুর ঘটনার পর গতকাল রাত্রেও নাকি ওই হাসপাতালে আরও একজন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। দুজনেই বালুরঘাট শহরের বাসিন্দা। যদিও এবিষয়ে নিয়ে জেলা প্রশাসনের তরফে কোন কিছু প্রকাশ করা হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here