নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে রেকর্ড সংখ্যক করোনা সংক্রামনের হদিশ মিলল। মালদহ মেডিক্যাল কলেজের ভিআরডিএল থেকে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে মোট ৬৯ টি করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৪৪ জন পজিটিভ মালদহের আক্রান্ত রয়েছেন। এখনও পর্যন্ত মালদা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২৩ জন।
জেলার দুই পুর এলাকার মধ্যে ইংরেজবাজারে সংক্রমণের হার বেশি৷ গত ২৪ ঘণ্টায় মালদহ শহরে সংক্রমিত হয়েছেন ১৯ জন। এরমধ্যে নয় মাসের শিশুও রয়েছে। শিশুর বাবা আগেই আক্রান্ত হয়েছিল। আক্রান্তদের মধ্যে একাধিক পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার রয়েছেন ৷
আরও পড়ুনঃ তৃণমূল পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালাল দলীয় কর্মীরা
গত ২৪ ঘণ্টাতেই অন্তত সাতজন পুলিশ ও সিভিক কর্মীর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ এঁদের মধ্যে বেশিরভাগই ট্রাফিক বিভাগে কর্মরত ৷ নতুন সংক্রমিতদের প্রত্যেককে নিকটবর্তী আইসোলেশন সেন্টার কিংবা করোনা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584