নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রশাসন। আশপাশের জেলার তুলনায় মালদহে রোগীর সংখ্যা কেন এত বেশি হচ্ছে, তার কারণ খুঁজতে উঠেপড়ে লেগেছে প্রশাসন। এভাবে চললে আগামী দিনে পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বর্তমানে বাইরে থেকে আসা শ্রমিকরাই প্রশাসনের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন।
মালদহে নতুন করে আরও ৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার মালদহ মেডিক্যালের রিপোর্টে ৩ জন মালদহের বাসিন্দার করোনা পজিটিভ এসেছে। ভিনরাজ্য থেকে সম্প্রতি তাঁরা জেলায় ফিরেছেন। গৌড়কন্যা বাস টার্মিনাসে তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২ জন।
আরও পড়ুনঃ বিদ্যুৎ-জলের অভাবে ক্ষোভের পারদ চড়ছেই নন্দীগ্রামে
মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, ‘আশপাশের জেলাগুলির তুলনায় আমাদের জেলায় অনেক বেশি পরীক্ষা হচ্ছে। আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক। শ্রমিকের দেহে করোনা ভাইরাসের সন্ধান মিলছে, যা উত্তরবঙ্গের মধ্যে সর্বাধিক। করোনার এই দ্রুত বৃদ্ধি জেলাবাসীকে ভাবিয়ে তুলেছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584