নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
প্লাস্টিক ব্যাগের পরিবর্তে এবার সুতির ব্যাগে ভরে সৎকার করা হবে করোনা আক্রান্তের মরদেহ। প্লাস্টিকে মোড়া মৃতদেহ দাহ করার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বৈদ্যুতিক চুল্লির ফার্নেস, ফলে বিকল হচ্ছে চুল্লি। কবরস্থ করার ক্ষেত্রেও মাটিতে প্লাস্টিক মেশায় দূষণ বাড়ার আশঙ্কাও বাড়ছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আজ কিছু সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সুতির ব্যাগ দেওয়াও হয়েছে। তবে জোগান কম থাকায় সব হাসপাতালগুলিকে দেওয়া সম্ভব হয়নি। জানা গেছে যে, তন্তুজ ও বঙ্গশ্রীকে এই সুতির ব্যাগ তৈরির বরাত দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যে, করোনা আক্রান্ত মৃতদেহ পরিবারের হতে তুলে দেওয়া হবে কিন্তু তা শর্তসাপেক্ষ।তবে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না মৃতদেহ, হাসপাতাল থেকে সরাসরিই শ্মশান বা কবরস্থানে নিয়ে যেতে হবে মৃতদেহ।
আরও পড়ুনঃ নামল দৈনিক সংক্রমনের পারদ! মৃত্যু আবারও পেরোল চার হাজারের গণ্ডি
উল্লেখ্য, রাজ্যে দৈনিক সংক্রমনের সংখ্যা আশার আলো দেখালেও মৃত্যু বেড়ে ১৪৪। পরিস্থিতি হয়ে উঠছে ক্রমশ ভয়ংকর। তবে রাজ্যে করোনা কে হারিয়ে সুস্থ হয়েছে ১৯,২১১ জন। সুস্থতার হার ৮৬.৯৮ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584