করোনা আবহে নবদ্বীপে রাসের চেনা ছবি ফিকে

0
276

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ

দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় কোভিড বিধি বেঁধে দিয়েছিল প্রশাসন। এবার রাসেও ভিড় রুখতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। রাজকীয় প্রশয়ে বেড়ে ওঠা প্রাচীন রাসোৎসব জাঁকজমক করেই উদযাপন করতে অভ্যস্ত নবদ্বীপের মানুষ।

Nabadwip Rashmela | newsfront.co
নবদ্বীপ মিলন সংঘ, মহাপ্রভু পাড়ার প্রতিমা। নিজস্ব চিত্র

তবে অতিমারির কালে উদ্দাম রাসের পায়ে পায়ে এবার প্রশাসনের ‘বেড়ি’। করোনা আবহে রাসের চেনা ছবি অনেকটাই ফিকে। আদালতের নির্দেশে দুর্গা, কালী বা জগদ্ধাত্রী পুজোর মতো প্রশাসনের কড়া নজরদারিতেই নবদ্বীপে এবছর রাস পালিত হচ্ছে।

প্রশাসন সূত্রে খবর, এ বার রাসে নবদ্বীপে কমবেশি ৩৬৮টি প্রতিমা পুজো হচ্ছে। এর মধ্যে নবদ্বীপ পুর এলাকায় হচ্ছে ২৯৪টি পুজো। অনুমোদিত পুজোর সংখ্যা ২১৬টি। নবদ্বীপ শহর সংলগ্ন বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ৭৪টি রাসের প্রতিমা পুজো হচ্ছে। সবচেয়ে বেশি পুজো বাবলারিতে। সেখানে প্রতিমার সংখ্যা ৩০টি। মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতে ১৯টি, মহিশুরা পঞ্চায়েতে ১২টি, চরমাজদিয়া-চরব্রহ্মনগর পঞ্চায়েতে ৯টি, স্বরূপগঞ্জ পঞ্চায়েতে ৪টি পুজো হচ্ছে।

আরও পড়ুনঃ মেদিনীপুরে মুখ্যমন্ত্রী-সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ মতো রাস বারোয়ারিগুলির জন্য জারি হয়েছে একাধিক নির্দেশিকা। নবদ্বীপের রাসের বেশ কিছু প্রচলিত প্রথাও এ বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। বাতিল হয়েছে রাসের নবমীর শোভাযাত্রা, আড়ংয়ের শোভাযাত্রা। স্থগিত থাকছে পুরসভা পরিচালিত রাসের কার্নিভালও। তবে রাসে বাজনা নিয়ে কিছুটা ছাড় দিয়েছে প্রশাসন।

আরও পড়ুনঃ মাদারিহাট বীরপাড়ায় তৃণমূলের সভায় অনেক নেতাই অনুপস্থিত

আগে বলা হয়েছিল সর্বোচ্চ ছ’টি পর্যন্ত ঢাক ব্যবহার করা হবে। তবে প্রশাসনের নতুন নির্দেশ অনুযায়ী, এক একটি বারোয়ারি ব্যবহার করতে পারবে। পরিবর্তিত নিয়মে জানানো হয়েছে রাসে ঢোল-সানাই বা ডগরের ব্যবহার চলতে পারে। সর্বোচ্চ ছ’ জন বাজনাদার থাকতে পারবেন। ক্যাসিও-ব্যাঞ্জো-তাসা এবং ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ।

মণ্ডপ থেকে দূরে ব্যারিকেড করে তার মধ্যে বাজনা বাজাতে হবে। বাজনা নিয়ে রাস্তায় ঘোরা নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ ও রাস বারোয়ারি সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে নবদ্বীপ শহরে যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত হবে। শহরের পাঁচটি প্রবেশপথ ‘নো এন্ট্রি’ করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here