নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
করোনা আতঙ্কের জেরে চলেছে লকডাউন। যার প্রভাব পড়েছে দেশের অর্থনীতির উপর। তার জেরে শুরু হয়েছে আর্থিক মন্দা। আর্থিক মন্দার প্রভাবের ফলে এবার মেদিনীপুর শহরের প্রায় ৪০০ বছরেরও বেশি পুরোনো নন্দীবাড়ির পুজাে প্রায় বন্ধের মুখে। ডাকের সাজে সজ্জিত সেই প্রতিমা এবছর আর হচ্ছে না।
এবছর শুধুমাত্র ঘটে পুজাে হবে। রামচাঁদ নন্দী যিনি কিনা প্রাচুর্যের কারণেই এই দুর্গাপুজাের সূচনা করেন, আর সেই পু্জো আজ প্রায় বন্ধের মুখে। মেদিনীপুর শহরের চিড়ীমারসাই এর ৪০৮ বছরেরও বেশি পুরোনো নন্দীবাড়ির পুজাে হয় সম্পূর্ণ বৈষ্ণব মতে।
ষষ্ঠীতে বোধন , সপ্তমীতে শহরের কংসাবতী নদীতে কলাবউ স্নান আর অষ্টমীতে বিশেষ শঙ্খ বাজিয়ে মায়ের আরাধনা , নবমীতে কুমারী পুজাে, দশমীতে সিঁদুর খেলার মাধ্যমে মায়ের বিদায়। আর কাঁধে করে মায়ের প্রতিমা নিয়ে গিয়ে নদীতে বিসর্জন, এভাবেই চলে আসছিল দীর্ঘ দিনের পুরােনো এই নন্দীবাড়ির পুজাে।
আরও পড়ুনঃ করোনা আবহে এবার ঘট পুজোর মাধ্যমে চারশো বছরের প্রাচীনপুজো
কিন্তু যার ছন্দপতন ঘটল এবছর। এবছর আর হচ্ছে না কোন প্রতিমা শুধু নিয়ম করে ঘটে পুজাে টুকুই হবে। তাই মন ভালো নেই নন্দীবাড়ির কারুর। তাই এবছর মায়ের কাছে আবেদন, এই দুরারোগ্য ব্যধির যেন শেষ হয়ে নতুন সূর্য ওঠে নতুন দিনের আহ্বানে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584