নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে ফুল চাষীদের বাগানে হাজার হাজার টাকার ফুল পচে যাচ্ছে। তা বিক্রি করার বা বাইরে পাঠানোর কোন উপায় নেই। দু’মাসেরও বেশি সময় ধরে মুখ থুবড়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সহ একাধিক এলাকার ফুল চাষ। একদিকে রয়েছে ঋণের বোঝা আর অন্যদিকে ক্ষয়ক্ষতি। একসাথে দুটো সামাল দিতে নাভিশ্বাস উঠছে ফুল চাষীদের।
এমনই একজন ফুলচাষী ইসলামপুরের অমলঝাড়ি এলাকার জগদীশ চন্দ্র মন্ডল। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি ফুল চাষ করে চলেছেন। এই মুহূর্তে তার ফুল বাগানে গোলাপ, রজনীগন্ধা এবং গ্লাডিউলাস সহ বিভিন্ন প্রজাতির ফুল ও পাতাবাহার মাটিতে মিশে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে গাছ। কারণ স্থানীয় বাজার যেমন নেই তেমনি শিলিগুড়ি সহ অন্যান্য জায়গায় যেভাবে সরবরাহ করা হতো সে রাস্তাও বন্ধ। ফলে চরম বিপাকে পড়েছেন।
আরও পড়ুনঃ বাড়ি ফেরার বাস না মেলায় বিক্ষোভ শ্রমিকদের
তিনি একসময়ের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ‘মাটি সম্মানে’ সম্মানিত পুরস্কার পেয়েছিলেন। যে সমস্ত গাছ নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো তুলে ফেলার জন্য যে শ্রমিক লাগানো হচ্ছে তার আর্থিক ভার বহন করার ক্ষমতাও তার নেই। শ্রমিকদের বেতন বকেয়া রয়ে গিয়েছে। চরম সংকটের মধ্যে ফুলচাষীরা কোনরকমে শুধু বেঁচে রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584