লক্ষ্মী পুজো ঘিরে শারদোৎসব কান্দির মনোহরপুরে, করোনা থাবায় তাও জৌলুশহীন

0
119

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

Kandi Laxmi puja | newsfront.co
ফাঁকা মন্দির প্রাঙ্গণে দেবীর আরাধনা। নিজস্ব চিত্র

কান্দির শহরতলী মনোহরপুর গ্রামের দেড়শ বছরের পুরনো ঐতিহ্যমন্ডিত লক্ষ্মী পুজো এবছর করোনা আবহে জৌলুশহীন। মনোহরপুর গ্রামে কোন দুর্গাপূজা হয় না, লক্ষ্মীপুজোকে কেন্দ্র করেই এই এলাকায় অনুষ্ঠিত হয় শারদ উৎসব। তবে এবছর করোনা আবহের জন্য সেই লক্ষ্মী পুজোতে ভাটা।

Laxmi Puja | newsfront.co
দেবী প্রতিমা। নিজস্ব চিত্র

এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় ফেরে বাইরে থাকা আত্মীয় পরিজন আত্মীয় কুটুম্ব। পুজো ঘিরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর দু’দিন পর স্থানীয় এক পুকুরে শোভাযাত্রার মাধ্যমে আতসবাজি সহকারে হয় প্রতিমা বিসর্জন।

আরও পড়ুনঃ করোনা টিকার তালিকা তৈরি করছে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর

এখানকার লক্ষ্মী আরাধনার বিশেষত্ব দেবী এখানে একা নন, পাশে থাকেন নারায়ন, ডান ও বাম দিকে থাকেন জয় ও বিজয়। দেবীর উপরে রয়েছে স্বর্গের পরী অপ্সরারা। দেবীর কাছে স্থানীয়দের প্রার্থনা সামনের বছর যেন তারা আগের মতো মহা সমারোহে করতে পারেন দেবীর আরাধনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here