শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
শহরে শুধুমাত্র মেডিক্যাল কলেজের ওপর ভরসা না রেখে নিউটাউনে আরও একটি হাসপাতাল করোনা রোগীদের জন্য নির্ধারিত করল স্বাস্থ্য দফতর। মেডিক্যাল কলেজের পর এবার নিউটাউনের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট।
শুধুমাত্র করোনা রোগীদের জন্য ধার্য করা হয়েছে এই হাসপাতাল। চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসটিকে পুরোদস্তুর করোনা আক্রান্তদের জন্য নির্ধারিত করে বুধবার থেকে অনুমোদন দিয়ে দেওয়া হল। একই সঙ্গে বেলেঘাটা আইডি হাসপাতালে বাড়ানো হল আরও ৮০ টি শয্যা।
এই প্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস থেকে করোনা সংক্রান্ত চিকিৎসার জন্য নির্ধারিত করে সেখানে ইতিমধ্যেই ৩০ জন নার্স, ২ টেকনিশিয়ান, ডাক্তার-সহ ৫০ জন কর্মীকে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ রাস্তার ভবঘুরেদের মুখে অন্ন দিয়ে নজির গড়লেন তিন বন্ধু
বর্তমানে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহৃত হওয়া ওই হাসপাতালে এখন থেকে শুধু করোনা সংক্রান্ত চিকিৎসা হবে। আগে থেকে চিন্তাভাবনা করা হলেও আজ থেকে অনুমোদন দেয়া হল।
অন্যদিকে দেশে এবং রাজ্যে বাড়তে থাকা করোনা আতঙ্কের কথা মাথায় রেখে বেলেঘাটা আইডি হাসপাতালে বাড়ানো হলো শয্যা সংখ্যা। জানা গিয়েছে, আগামীকালের মধ্যে আরো ৮০ টি বেড বাড়ানো হচ্ছে। শুধু এ রাজ্য নয়, বাইরের রাজ্য থেকেও অনেকে সংক্রমণের চিকিৎসার জন্য বেলেঘাটা আইডিতে আসছেন।
এর মধ্যে যদি কেউ পজিটিভ হয় তাহলে শয্যা সংখ্যা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। শয্যা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে করোনা সন্দেহে অনেকেই বেলেঘাটা আইডিতে ভর্তি হচ্ছেন। সকলের পরীক্ষার রিপোর্ট পজিটিভ না এলেও হাসপাতালের পক্ষে কাউকে ফেরানো সম্ভব হচ্ছে না। সেই প্রেক্ষিতে বেলেঘাটা আইডিতে শয্যা সংখ্যা বাড়ানো হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584