শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সরকারি ল্যাবগুলির ওপর করোনা টেস্টের চাপ কমাতে কিছুদিন আগেই বেসরকারি ল্যাব থেকে হাসপাতালগুলিকে নবান্নের নির্দেশে ছাড়পত্র দিয়েছিল স্বাস্থ্য দফতর। কিন্তু অভিযোগ উঠেছে, কোথাও কোথাও বেসরকারি ভাবে করোনা টেস্টের জন্য ৪৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নবান্নে বেসরকারি হাসপাতাল গুলোর সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা স্পষ্ট জানান, কোভিড চিকিৎসা ও টেস্টের ক্ষেত্রে লাগাম ছাড়া টাকা নেওয়া যাবে না। চিকিৎসার যাবতীয় খরচ পেশেন্ট পার্টির ওপর চাপানো যাবে না।
এ দিনের বৈঠকে ২৫০ টাকার টেস্ট কোথাও কোথাও ৪৫০০ টাকা নেওয়া হচ্ছে বলেও ক্ষোভ জানান মুখ্যসচিব। পরিস্থিতির সুযোগ নিয়ে এই কাজকে অনৈতিক দাবি করে অবিলম্বে বন্ধ করতে বলেন তিনি। নবান্নের নির্দেশ মতো শীঘ্রই এই নিয়ে নির্দেশিকা বার করা হবে বলে জানায় স্বাস্থ্য দফতরও। পাশাপাশি বেসরকারি হাসপাতাল গুলোকে কোভিড পরিকাঠামো আরও বাড়ানোর ওপর জোর দিতে বলেন মুখ্যসচিব।
আরও পড়ুনঃ দ্বৈরথ থাকলেও দেশের স্বার্থে শুক্রবারের মোদীর সর্বদল বৈঠকে যোগ দিচ্ছেন মমতা
আইসিএমআর-এর গাইডলাইন মেনে এ বার থেকে উপসর্গহীনদের কোভিড টেস্ট করার দরকার নেই বলে ফের এদিনও বেসরকারি চিকিৎসকদের জানানো হয়। কোভিড যুদ্ধে সরকারি হাসপাতালের সঙ্গেই বেসরকারি হাসপাতাল গুলিকেও এক সূত্রে বেঁধে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে জোর দেন মুখ্যসচিব।
তিনি বলেন, সরকারি স্তরে এখন থেকে একজন অফিসার নিয়োগ করা হচ্ছে, যিনি বেসরকারি হাসপাতালের পরিকাঠামোর বিষয়টি খতিয়ে দেখবেন। পাশাপাশি পিপিই সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস দরকার হলে তাঁর মাধ্যমেই আবেদন এলে তা বেসরকারি হাসপাতাল গুলিকে সরবরাহ করবে রাজ্য। সেই কারণেই এই অফিসারকে নিয়োগ করা হচ্ছে।
আরও পড়ুনঃ ডাক্তারি পড়ুয়াদের জন্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
এ দিনের এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব বলেন, রাজ্যে সরকারি ক্ষেত্রে ১০ হাজার কোভিড বেডের মধ্যে আট হাজারই ফাঁকা পড়ে আছে । পরে সেফ হোম প্রকল্প চালু হলে এই ফাঁকা বেডের সংখ্যা আরও বাড়বে। সরকারি ওয়েবসাইট ‘এগিয়ে বাংলা’ ওয়েব সাইটে সরকারি হাসপাতালে খালি বেডের সংখ্যা জানিয়ে দেওয়া হয়েছে।
পরের দিন থেকে বেসরকারি ক্ষেত্রেরও খালি বেডের তালিকা দেওয়া হবে। একই সঙ্গে প্রত্যেক করোনা রোগীর জন্য দৈনিক ১৫০ টাকার খাবার এবং খাদ্যবিধি মেনে সকালে-বিকেলে খাবারে কি কি দেওয়া হবে, তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584