করোনা বিদায় নিয়েছে, বিজেপিকে আটকাতেই লকডাউন করছেন দিদিমণিঃ দিলীপ ঘোষ

0
77

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা নিয়ে বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার হুগলির ধনেখালির এক জনসভায় যোগ দিয়ে তিনি বললেন, “করোনা তো চলে গিয়েছে। দিদিমণি লকডাউন করছেন যাতে আমরা কোনও মিটিং, মিছিল না করতে পারি।

dilip ghosh | newsfront.co
দিলীপ ঘোষ। ফাইল চিত্র

আরও পড়ুনঃ ‘লাল সেলাম কমরেড’ দেশ বিরোধী স্লোগান! ইউএপিএ ধারায় গ্রেফতার দু’ই পড়ুয়ার জামিন

কিন্তু জেনে রাখুন, এভাবে আমাদের আটকানো যাবে না।” এমন মন্তব্য করেই এবার হইচই ফেলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর এই মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক মহলে শুরু সমালোচনা। উল্লেখ্য, এর আগেও বাংলায় লকডাউনের দিন নিয়ে তৃণমূল সরকারের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপি নেতৃত্ব।

এদিকে, দিলীপ ঘোষ যেদিন ‘করোনা চলে গিয়েছে’ বলে মন্তব্য করছেন, সেদিনই বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৩ হাজারেরও বেশি। নতুন করে কোভিড আক্রান্তদের মধ্যে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। আর দেশেও সংক্রমণে রোজই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ মহামারি পরবর্তীতেও অনলাইনে বিচারের পক্ষেই সওয়াল সংসদীয় কমিটির

আনলক ফোরেও গোটা দেশের পাশাপাশি রাজ্যে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণের হারে বাড়ছে উদ্বেগও। মাঝের কয়েকটা দিন এ রাজ্যে সংক্রমণ, মৃত্যু ক্ষণিক স্বস্তি দিলেও ফের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ‘ব্রেক দ্য চেন’ নিয়মে রাজ্যে প্রতি সপ্তাহে দু’দিন করে চলছে সম্পূর্ণ লকডাউন।

আর তাতেই ঘোর আপত্তি বিজেপির। তাঁরা বরাবর এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করেন। তাঁদের অভিযোগ, করোনা রুখতে নয়, আসলে বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই লকডাউনের সিদ্ধান্ত।

অগাস্ট মাসের ৫ তারিখ, রাম মন্দিরের ভূমিপুজোর দিন রাজ্যে পূর্ণ লকডাউন নিয়ে বিস্তর সমালোচনা করেছেন বিজেপি নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘হিন্দু বিরোধী’ বলেও তোপ দেগেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here