বাংলাজুড়ে শীতের আমেজ

0
67

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

দক্ষিণবঙ্গে ক্রমশ ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। বাংলায় খানিকটা শীতের আমেজ নিয়েই শুরু হয়েছে নভেম্বর মাস। ভোর ও রাতের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব কলকাতা-সহ জেলায়। তবে, বেলা গড়ালে রোদের তাপে ঠান্ডা ভাব কিছুটা উধাও হচ্ছে।

winter | newsfront.co
ফাইলচিত্র

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দমদমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১০.৪ ডিগ্রিতে।

আরও পড়ুনঃ জঙ্গলমহলের ঝাড়গ্রামে আজও প্রচলিত প্রাচীন ‘মশা খেদানো’ রীতি

অন্যদিকে, শ্রীনিকেতেনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৭.৬ ডিগ্রিতে। আসানসোলে পারদ ছুঁয়েছে ১৭.৮ডিগ্রিতে। পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুনঃ গোপীবল্লভপুরে পুলিশ কর্মীদের ভাইফোঁটা

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here