করোনা আক্রান্ত অভিনেতা বিভান, নেহা সহ টলিপাড়ার একাধিক কলাকুশলী

0
152

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সুরজিত বন্দ্যোপাধ্যায়ের পর এবার একে একে করোনার কবলে পড়ছেন টলিপাড়ার অনেকেই। সম্প্রতি যাঁদের নাম উঠে এসেছে তাঁরা হলেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের অশোক অর্থাৎ বিভান ঘোষ, ‘কনে বউ’ ধারাবাহিকের মাহি অর্থাৎ নেহা আমনদীপ, ‘সিংহলগ্না’ ধারাবাহিকের মেক আপ আর্টিস্ট দীপঙ্কর রায়।

Gagan Aamandwip | newsfront.co
গগন আমনদীপ

সূত্রের খবর অনুযায়ী এই তালিকায় রয়েছে আরও অনেকের নাম। অথচ খুব সাবধানতার সঙ্গেই শুটিং চলছে ফ্লোরগুলিতে শোনা গিয়েছে এমনটাই। উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নেহা, দীপঙ্কর, বিভান তাদেরই দলে। হঠাৎ জ্বর এলে টেস্ট করান তাঁরা। টেস্টের রিপোর্ট আসার আগের দিন অবধি শুটিং করেছেন তাঁরা। আপাতত তাঁরা ছুটিতে।

Bibhan Ghosh | newsfrpnt.co
বিভান ঘোষ

নিরাপত্তার অভাবে শুটিং থেকে ছুটি নিয়েছেন ‘সিংহলগ্না’ ধারাবাহিকের কুন্তলা থুড়ি কন্যাকুমারী। এ ছাড়াও ছুটি নিয়েছেন সোনালী চৌধুরী। নিজের টেস্ট করাতে চান তিনি। নেগেটিভ হলে তবেই ফিরবেন কাজে।

আরও পড়ুনঃ মন্ত্রী-স্নেহের সংবাদ প্রকাশে প্রভাব বিস্তারের চেষ্টা অভিনেত্রীর, প্রতিবাদে জানালেন এমন তিনি করেই থাকেন

সুশান্ত দাসের কাছে বিভানের অসুস্থতার রেশ টেনে নিউজ ফ্রন্টের তরফ থেকে জানতে চাওয়া হয় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের শুটিঙে কি কোনও পরিবর্তন এল? সুশান্ত দাস জানান, “না। সব ঠিক আছে। শুটিং চলছে নিয়ম মেনেই। সব cool আছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here