নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ধীরে ধীরে আলিপুরদুয়ারের বুকে চেপে বসছে করোনা। বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে জেলাবাসী। এতো কিছুর পরও কোভিড আক্রান্ত মা সুস্থ ফুটফুটে সন্তানের জন্ম দিলেন আলিপুরদুয়ারে। এই প্রথম আলিপুরদুয়ারে কোভিড আক্রান্ত কোন প্রসুতি সন্তানের জন্ম দিলেন।
জানা গেছে, আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের এক পরিযায়ী মহিলা শ্রমিক করোনা আক্রান্ত হন। সম্পর্কে করোনা আক্রান্ত প্রসূতি ওই মহিলার বৌদি। প্রথমেই স্বাস্থ্য দফতর সন্দেহ করেছিল যে ওই প্রসূতি কোভিড আক্রান্ত হতে পারে।
কিন্তু বাড়িতে গিয়ে লালারসের পরীক্ষার কোন ব্যাবস্থা না থাকায় প্রসবকালীন ব্যথা অনুভব করার সময় হাসপাতালে নিয়ে এলে তার লালারসের পরীক্ষা করা হয়। তার পরেই স্বাস্থ্য দফতরের সন্দেহ সত্যি হয়। আলিপুরদুয়ার জেলায় একটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই প্রসূতি ফুটফুটে সন্তানের জন্ম দেন।
আরও পড়ুনঃ ফের রায়গঞ্জ পুর এলাকায় করোনা আক্রান্তের হদিশ
গত শনিবার জন্ম নেওয়া ওই সদ্যজাতকে মা থেকে আলাদা করে রাখা হয়েছে। সদ্যজাতর লালারসের পরীক্ষার ব্যাবস্থা করা হয়েছে। খুব তাড়াতাড়ি সদ্যজাতর করোনা পরীক্ষা করা হবে।
আলিপুরদুয়ার জেলার ডেপুটি সি এম ও এইচ সুবর্ন গোস্বামি বলেন, ‘আমরা সদ্যজাতর কোভিড টেস্ট করব। পজেটিভ হলে একরকম ব্যবস্থা করব আর নেগেটিভ হলে আরেক রকম ব্যবস্থা করব। তবে মা ও সদ্যজাত দুই জনেই সুস্থ্ রয়েছে। আতঙ্কের কোনো কারণ নেই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584