নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। ভারতেও জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আর এই মৃতদেহগুলোকেই খুঁজে পাওয়া যাচ্ছে আবর্জনার স্তূপ থেকে। বিষয়টা এবার একটু স্পষ্ট করা দরকার।
শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, “কোভিড- ১৯ রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে। একটি ক্ষেত্রে তো, একজন করোনা রোগীর মৃতদেহ আবর্জনার স্তূপের মধ্যে পাওয়া গেছে। একের পর এক রোগী মারা যাচ্ছে কিন্তু কেউই তাঁদের সামান্যতম সাহায্য করার জন্যে নেই”।
আরও পড়ুনঃ নাইট কার্ফুর বিধিনিষেধ শিথিল হাইওয়েতে বাস-ট্রাক চলাচলে
দিল্লিতে কেন এত কম সংখ্যক করোনা টেস্ট হচ্ছে সেবিষয়েও অরবিন্দ কেজরিওয়াল সরকারের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। এখানেই শেষ নয়, শুক্রবার ক্ষোদ কলকাতার গড়িয়ায় এতদিনে বেওয়ারিশ পচাগলা মৃতদেহগুলো সৎকারের জন্য মর্গ থেকে বের করে নিয়ে যাওয়ার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠেছেন রাজ্যবাসী। আর তাই এই ঘটনার পুনরাবৃত্তি চাইছে না সুপ্রিম কোর্ট।
আরও পড়ুনঃ ‘আরোগ্য সেতু’ বাধ্যতামূলক নয়! জানাল কেন্দ্র
সেইজন্য দিল্লির পাশাপাশি মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলির অবস্থা নিয়েও রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর পরেই করোনা সংক্রমণের হিসাবে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে এখনও পর্যন্ত ৩৪ হাজার ৬৮৭ জন রোগী রয়েছে এবং ১ হাজার ৮৫ জন মারা গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584