নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুততার সাথে কোচবিহারের করোনা আক্রান্ত ৩২ জনকে পাঠানো হল শিলিগুড়ির হিমাচল বিহার করোনা হাসপাতালে। অন্যদিকে শেষমেষ ৩২ জন করোনা আক্রান্তের কথা স্বীকার করল কোচবিহার জেলা প্রশাসন। শনিবার সকালে জেলা শাসক পবন কাদিয়ান এ খবর জানান।
তিনি বলেন, নমুনা পরীক্ষা করে ৫৮৯ জনের নেগেটিভ ও ৩২ জনের পজিটিভ আসে। তাদের স্যাম্পেল কালেক্ট করা হয়েছিল ২০ তারিখ। আক্রান্তদের সবাই অ্যাসিম্পটোমেটিক ছিল। তাদের সকলকে আজ ভোরের আগেই শিলিগুড়ি হিমাচল বিহার করোনা হাসপাতালে পাঠনো হয়েছে।
তিনি আরও জানান, ৩২ জনকেই নির্ধারিত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে যদি তারা পুরো সময় জুড়েই অ্যাসিম্পটোমেটিক থাকেন তবে তাদের নেক্সট টেস্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও কারও কোন সিমটম ডেভেলপ করেনি। এবং তারা অ্যাসিম্পটোমেটিক হওয়ায় তাদের থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও কম।
আরও পড়ুনঃ আক্রান্তদের সুস্থ করে তোলার পরেও পজিটিভ রিপোর্ট এলো জেলায়
ওই ৩২ জনের সঙ্গে সংস্পর্শে এসেছে যারা তাদের কোয়ারেন্টাইন করা হয়েছে বলেও জানিয়েছেন জেলা শাসক। তবে তিনি জানিয়েছেন, কেউ আতঙ্কিত হবেন না। বাড়িতে থাকুন, লকডাউন মেনে চলুন। পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584