মালদহ মেডিকেলের বদলে ‘সারি’ কেন্দ্রে চিকিৎসা শুরু হচ্ছে করোনা উপসর্গদের

0
65

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

আগামীকাল থেকে মালদহের কোভিড ১৯ হাসপাতালে শুরু হচ্ছে রোগীদের চিকিৎসা। যদিও শনিবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে করোনা উপসর্গ সংক্রান্ত চিকিৎসার জন্য মালদহ মেডিকেলের আইসোলেশন ওয়ার্ড।

Malda medical | newsfront.co
নিজস্ব চিত্র

তবে হাসপাতাল সূত্রে খবর, মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মী মিলিয়ে মোট ৬৭টি জনকে আজকেই ওই হাসপাতালে ডিউটি করার জন্য পাঠানো হয়েছে। সেখানেই পর্যায়ক্রমে তাঁরা ডিউটি করবেন।

আরও পড়ুনঃ লকডাউনে কড়া মালদহের পুলিশ প্রশাসন

তবে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ‍্যাম্বুলেন্স করে রোগীদের কোভিড ১৯ হাসপাতালের সারি ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে। এর পাশাপাশি আগামী ২৩ মে পর্যন্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শুধু ফিভার ক্লিনিকই দিনরাত কার্যকর থাকবে।

অপরদিকে পুরাতন মালদহের কোভিড ১৯ হাসপাতালের প্রথম ও দ্বিতীয় তলে সারি, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বা আইএলআই এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজেস বা সিওপিডি’র চিকিৎসা হবে। এর পাশাপাশি তৃতীয় তলটি শুধুমাত্র করোনা পজিটিভ রোগীদের জন্যই বরাদ্দ রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here