ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
এবার করোনার থাবা বাঘে। দ্যা ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির তত্ত্বাবধানকৃত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রোনক্স চিড়িয়াখানায়(Bronx) একটি বাঘিনীর শরীরে করোনা সংক্রমনের পরীক্ষামূলক প্রমাণ মিলল ।
গত ২৭ মার্চ থেকে চার বছর বয়সী নাদিয়া নামক ওই মালয়েশিয়ান বাঘিনীর শরীরে সংক্রমণের যাবতীয় লক্ষণ পরিলক্ষিত হয় । USDA এর মতে ওই চিড়িয়াখানায় পশুদের দেখভাল করা কোন কর্মীর শরীর থেকেই পশুদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছে এবং এই প্রথম পরীক্ষামূলক ভাবে কোন বাঘিনীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল ।
আরও পড়ুনঃ শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
সূত্রের খবর ওই বাঘিনীর খুসখুসে কাশি ও খাবারের প্রতি অনীহা দেখে সন্দেহ আসে এবং পরীক্ষা করলে করোনা পজেটিভ আসে । একই প্রজাতির আরো ৬ টি বাঘ ও কিছু সিংহের শরীরেও একই রকম লক্ষণ দেখা গেছে ফলে তাদেরকেও নজরে রাখা হয়েছে ।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা প্রা় ৩৪০০০০ অতিক্রম করেছে । মৃত্যুর সংখ্যা বাড়ছে ক্রমশ । এরই মাঝে আবার পশুদের শরীরেও করোনা আক্রান্তের হদিস মেলায় ফলে চিন্তার ভাঁজ মার্কিন প্রশাসনের কপালে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584