নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
নতুন করে করোনা সংক্রমণ ছড়াল পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার সকালে তৈরি হলো ২টি কনটেইনমেন্ট জোন (সংক্রমিত এলাকা)। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভা এলাকায় নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। মুকুন্দপুরে পুলিশে কর্মরত এক ব্যক্তি নিজের গ্রামের বাড়িতে ফিরেই করোনা সংক্রমিত বলে ধরা পড়েছেন।
তারপরে ওই ব্যক্তির পরিবার, আত্মীয় স্বজনদের কোয়ারেন্টাইন করে এলাকাকে ঘিরে ফেলা হয়েছে বাঁশ দিয়ে। বন্ধ করা হয়েছে ঘাটালের একটি নার্সিংহোমও।অন্যদিকে মে মাসের শুরুতে ঘাটালের ক্ষীরপাই এলাকার এক বৃদ্ধ হৃদসমস্যা নিয়ে চিকিৎসার জন্য মেদিনীপুর শহরের একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন।
আরও পড়ুনঃ ফের করোনার থাবা পূর্ব মেদিনীপুরে
সেখানে চিকিৎসার একদিন পর কলকাতায় গিয়ে পেসমেকার বসানোর আগে করোনা সংক্রমিত বলে শনাক্ত হয়েছিলেন। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নিতে গিয়ে জানতে পারে, চিকিৎসা করা নার্সিংহোমটিতে আরও এক নার্সের করোনা সংক্রমণ হয়েছে। জেলার টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুসারে, শুক্রবার সকাল থেকে ওই নার্সিংহোমের চারদিকে বাঁশ দিয়ে ঘিরে কনটেইনমেন্ট জোন তৈরি করে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584