নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
আবার রায়গঞ্জ শহরে করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এবার শহরের অশোকপল্লী এলাকার এক ব্যক্তির লালারসের নমুনার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ওই ব্যক্তি দিল্লিতে কাজ করতেন। এই নিয়ে রায়গঞ্জ পুর এলাকায় তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেল।
এদের মধ্যে একজন স্কুল ছাত্রী রয়েছেন। ওই ছাত্রীর মা সরকারি নার্স। তিনিও কোভিড আক্রান্ত। তাদের সকলেরই চিকিৎসা চলছে কোভিড হাসপাতালে। আবার জেলার চোপড়া ব্লকেও একজনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
অন্যদিকে রায়গঞ্জের মিরুয়াল গ্রামে সীমান্ত রক্ষী বাহিনীর এক জওয়ানের শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। বিএসএফ ক্যাম্পের ১৭৪ নম্বর ব্যাটিলিয়ানের ওই জওয়ান গত ৩ মে শরীরে করোনা উপসর্গ নিয়ে কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার লালারসের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে।
আরও পড়ুনঃ মালদহের আরও এক নার্স করোনা আক্রান্ত
এদিকে রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এবং অশোকপল্লী এলাকায় তিনজনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলতেই সংলগ্ন এলাকা কনটেনমেন্ট জোন ঘোষণা করল রায়গঞ্জ পুরসভা। দুই এলাকায় আক্রান্তদের বাড়ির আশপাশের এলাকা স্যানিটাইজ করেন পুরকর্মীরা। তবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে বলে পুর চেয়ারম্যান জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584