আরও এক করোনা পজিটিভ পূর্ব মেদিনীপুরে, জেলায় মোট আক্রান্ত ৩

0
90

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার এগরায় করোনা আক্রান্ত হলেন আরও একজন। এবার মারণ ভাইরাসের শিকার হলেন এক চিকিৎসকের জামাইবাবু।

Corona positive | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, মঙ্গলবার রাতে ওই চিকিৎসকের জামাইবাবুর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সূত্রের খবর, আক্রান্তের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। সম্প্রতি চলতি মাসের মাঝের দিকে ওই চিকিৎসকের পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছিল।

তারপরই ওই চিকিৎসকের পিসি এবং আরও একজন করোনায় আক্রান্ত হন। বর্তমানে তাঁরা বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপর গত সোমবার ওই বাড়ির দুই পরিচারিকা, কেয়ারটেকার এবং চিকিৎসকের জামাইবাবুর নমুনা নাইসেডে পাঠানো হয়েছিল। এদিন তার মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ আসে।

তবে বিশ্বস্থ সূত্রের খবর, সেদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন নয়াবাদের আক্রান্ত প্রৌঢ়ও। তবে পূর্ব মেদিনীপুরে এই নিয়ে মোট তিনজন করোনায় আক্রান্ত হলেন বলে প্রশাসন সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here