নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
রবিবার রেকর্ড সংখ্যক করোনা পজিটিভ রিপোর্ট মিলল মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জেলার সাতটি ব্লকে মোট ৫১ জনের একসঙ্গে করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এরমধ্যে সবথেকে বেশি গাজোল ব্লকে করোনা আক্রান্তের হদিশ মিলেছে।
ওই ব্লকেই মোট ৩৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের নিরিখে মালদহ জেলায় সবথেকে বেশি সংখ্যক করোনা আক্রান্তও রয়েছে ওই ব্লকেই। তাছাড়াও আক্রান্তদের মধ্যে রয়েছেন ইংলিশবাজার ব্লকের একজন, হবিবপুর ব্লকের একজন, চাঁচল ১ নম্বর ব্লকের পাঁচজন, রতুয়া ১ নম্বর ব্লকের একজন, মানিকচকের চারজন।
আরও পড়ুনঃ দক্ষতা অনুযায়ী কাজ দিতে পরিযায়ী শ্রমিকদের ‘স্কিল ম্যাপিং’ শুরু রাজ্যের
একই সঙ্গে এই প্রথম জেলার পুরাতন মালদহ শহরে করোনা আক্রান্তের হদিশ মিলেছে। পুরাতন মালদহ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সামুন্ডাই কলোনিতে গুজরাট ফেরত এক পরিযায়ী শ্রমিকের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।
চলতি মাসের ১ তারিখ ওই ব্যক্তি গুজরাট থেকে ফেরেন। প্রথমে একদিন তিনি বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। পরে প্রতিবেশীদের আপত্তিতে তাকে পুরাতন মালদহ পুরসভার কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। রবিবার রিপোর্ট পজিটিভ এলে তাকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুরাতন মালদহ শহরে এই প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলায়, আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মধ্যে। মালদহ থানার পুলিশ ওই এলাকা সিল করে দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584