নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
এই প্রথম মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন এক রোগীর করোনা সংক্রমণ ধরা পড়েছে। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রবিবার রাতে জেলায় নতুন করে যে ২৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে, তার মধ্যেই ওই ব্যক্তিও রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি কালিয়াচকের বাসিন্দা। তিনি গত সপ্তাহে মুম্বই থেকে ফিরে হোম কোয়ারান্টিনে ছিলেন। তবে সম্প্রতি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট হওয়ায় শনিবার মালদা মেডিক্যাল কলেজের সারি ওয়ার্ডে ভর্তি হন তিনি। তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট রবিবার রাতে পজিটিভ এসেছে। সংক্রমণ ধরা পড়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে পুরাতন মালদার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্তের খবর পেয়েই রাস্তা বন্ধ করলো গ্রামবাসীরা
আক্রান্তের সঙ্গে যাঁরা মালদহ মেডিক্যালের সারি ওয়ার্ডে ভর্তি ছিলেন তাঁদেরও লালারসের নমুনা পরীক্ষা করা হবে। মালদহে করোনা আক্রান্তের সংখ্যা ১২৪ হলেও আক্রান্তরা উপসর্গহীন হওয়ায় এতদিন তা খানিকটা স্বস্তির খবর ছিল। সব মিলিয়ে মালদহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584