নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রবিবার রাতেই দিল্লি ফেরত তিন ব্যক্তি ও কলকাতা ফেরত এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। ঠিক তার পরেই রীতিমতো উদ্বেগ সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমায়।
জেলায় প্রথম একসঙ্গে চারজনের করোনা সংক্রমণ ধরা পড়তেই সোমবার সকাল থেকেই নিজ নিজ এলাকা ব্যারিকেড দিতে শুরু করেছেন এলাকাবাসীরা। প্রশাসনের পক্ষ থেকেও খানাবাড়ি ও মহেসাইল এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে। চলছে কড়া পুলিশি প্রহরাও। মাইকিং করে মানুষকে সচেতন করা হচ্ছে।
উল্লেখ্য, রবিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সুতি থানা এলাকার খানাবাড়ি গ্রামে দিল্লি ফেরত দুই ব্যক্তি ও মহেসাইল এলাকার এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। তারা তিনজনেই গত ৫ ই মে রাতে বিড়ির ব্যবসা সেরে দিল্লি থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ি ফিরেছিলেন।
আরও পড়ুনঃ কেন্দ্রের রাজনীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সরব মমতা
পাশাপাশি এদিনই কলকাতা ফেরত জঙ্গিপুর মহকুমা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর শরীরে সংক্রমণ ধরা পড়ে। শরীরে তেমন কোনো উপসর্গ না থাকায় নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন ওই ব্যক্তিরা। যদিও বর্তমানে তাদের বহরমপুরের কোয়ারেন্টাইন সেন্টারে আইসোলেশনে রাখা হয়েছে।
অন্যদিকে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন এমন ১০ জনকে কোয়ারেন্টাইনে রেখেছে প্রশাসন। যদিও ঠিক কীভাবে তারা করোনা আক্রান্ত হলেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে সুতির দুই করোনা আক্রান্ত ব্যক্তি সামসেরগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করানোয় ইতিমধ্যেই সেই নার্সিংহোম আপাতত বন্ধ করে দিয়েছে প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584