নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে কলকাতা থেকে গ্রামে ফিরে এসে খুশিতে প্রতিবেশীদের মিষ্টিমুখ করিয়েছিলেন। একদিন পরেই তার শরীরে করোনা পজিটিভ ভাইরাসের লক্ষণ ধরা পড়ে।
তিনি এখন রায়গঞ্জের কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন পরিবারের বাকি সদস্যরা। এখন এই ‘মিষ্টিমুখ’ করানোটা জেলা স্বাস্থ্য দফতরের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে। ঠিক কাদেরকে ওই ব্যক্তি মিষ্টিমুখ করিয়েছিলেন, তাদের খোঁজ শুরু করেছে জেলা প্রশাসন।
পাশাপাশি ঐ ব্যক্তির করোনা পজিটিভের খবর সামনে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে রায়গঞ্জের শেরপুর গ্রাম পঞ্চায়েতের ধুরাইল গ্রামে। প্রশাসন সূত্রের খবর, ওই ব্যক্তির কথা অনুযায়ী তিনি গ্রামের ৩০ জনকে আনন্দে মিষ্টি খাইয়েছিলেন।
আরও পড়ুনঃ কেন্দ্রের রাজনীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সরব মমতা
এখন স্বাস্থ্য দফতর নিদির্ষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে তাদের স্ক্রিনিং এর কাজ করতে চাইছে। শুধু রায়ঞ্জের ওই গ্রামই নয়, শ্যামপুর গ্রাম এবং হেমতাবাদের ঘোরই গ্রামের সীমানাও সিল করে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584