নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
এবার মালদহে করোনা সংক্রমণ ছড়াল ছ’টি ব্লকে। সোমবার রাতে নতুন করে যে ৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে, তাঁরা জেলার বিভিন্ন ব্লকের বাসিন্দা। তবে তারা সকলেই পরিযায়ী শ্রমিক। রবিবার ও সোমবার বাসে চেপে মালদহ ফেরেন তাঁরা। সোমবার নতুন করে আক্রান্ত ৬ জনকে গভীর রাতে পুরাতন মালদহের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৭ জন করোনা রোগী।
সূত্রের খবর, সোমবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। তার মধ্যে ৬টি রিপোর্ট ছিল করোনা পজিটিভ। এদের মধ্যে একজন হরিশ্চন্দ্রপুর ব্লকের বাসিন্দা। সেখানকার বাকি আক্রান্তের মতো তিনিও আজমের ফেরত পরিযায়ী শ্রমিক। অন্যদিকে বাকিরা কালিয়াচক ১, পুরাতন মালদহ, হবিবপুর ও মানিকচকের বাসিন্দা।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত তিন, সবুজ মুকুট হাতছাড়া ঝাড়গ্রামের
পুরাতন মালদহের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা ও যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বলাতলি গ্রামের দুই পরিযায়ী শ্রমিকও আক্রান্ত হয়েছেন। ওই শ্রমিকেরা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, মতো ভারতের বিভিন্ন রাজ্য থেকে ফিরেছেন। তাদের সরকারি কোয়ারান্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই তাঁদের হোম কোয়ারান্টিনে পাঠানো হবে। ইতিমধ্যেই জেলার ২টি পুরসভা ও ১৫টি ব্লক প্রশাসনকে কোয়ারান্টিন সেন্টার চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584