শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
৩ জন করোনা রোগীর হদিশ মিলল গ্রিন জোন দক্ষিণ দিনাজপুরে। ফলে রাতারাতি গ্রিন জোন থেকে ওরেঞ্জ জোনে চলে যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা। পাশাপাশি আর ৩ জন করোনা আক্রান্ত হলেন উত্তর দিনাজপুরে।
শনিবার মালদা মেডিক্যালের ভিআরডিএলে যে ৬৭৯টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে তার মধ্যে ৬টি রিপোর্ট পজিটিভ বলে জানা গিয়েছে। এই ৬ জনের মধ্যে ৩ জন দক্ষিণ দিনাজপুর ও ৩ জন উত্তর দিনাজপুরের বলে জানা গেছে। আরও জানা গেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও করণদিঘিতে একজন করে মোট তিনজনের করোনা সংক্রমণ ধরা পড়েছে।
আরও পড়ুনঃ এন-৯৫ মাস্কের সঙ্গে চাহিদা বাড়ছে ফেস শিল্ডের
দক্ষিণ দিনাজপুরের তিনজনই কুশমন্ডি ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁরা সকলেই পরিযায়ী শ্রমিক বলে সুত্রের খবর।যদিও সরকারি ভাবে জেলা প্রশাসনের তরফে এখনও কোন আধিকারিক মুখ খুলতে নারাজ। এমনকি তাদের কেউ ফোন তুলতে চাইছেন না এই মুহূর্তে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584