রায়গঞ্জে ভুয়ো নাম ঠিকানা দিয়ে লালা রস পরীক্ষা,উদ্বিগ্ন পুরসভা

0
67

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

ভুয়ো নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর দিয়ে লালরস পরীক্ষা করে এখন বেপাত্তা রায়গঞ্জের ২জন করোনা পজিটিভ রোগী। তাদের খোঁজ শুরু করেছে রায়গঞ্জ পুরসভা। কিন্তু এখনও পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তিত রায়গঞ্জ পুর কতৃর্পক্ষ।

hospital | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, বুধবার রায়গঞ্জ মেডিকেল কলেজে এক মহিলা এবং এক পুরুষ তাদের লালারসের নমুনা পরীক্ষা করিয়েছিলেন। নিয়ম মেনে ফর্মে উল্লিখিত জায়গায় তাদের নাম, টেলিফোন নম্বর এবং ঠিকানা নেওয়া হয়েছিল। শুক্রবার তাদের রিপোর্ট পজিটিভ আসার পর থেকে আর ওই টেলিফোন নম্বরে যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লিখিত ওই ঠিকানায় ওই নামে কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ দাঁতনে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে আগুন

এবিষয়ে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, “গতকাল রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এখনও ওই দুই জনের খোঁজ আমরা পাইনি। তারা যে ফোন নম্বর দিয়েছিলেন সেই নম্বর বন্ধ রয়েছে”। উল্লেখ্য, রায়গঞ্জ শহরে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ইতিমধ্যেই প্রায় দেড়শো জন আক্রান্ত হয়েছেন।

কোভিড হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। বেশিরভাগ রোগীই সুস্থ হয়ে উঠছেন। কারও কোনও রকম উপসর্গ থাকলে তাদের পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছে রায়গঞ্জ পুরসভা। কিন্তু এক্ষেত্রে ভুয়ো নাম ঠিকানা দেওয়ায় অযথা জটিলতা তৈরি হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here