নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
শেষমেষ মঙ্গলবার থেকে করোনা পরীক্ষা শুরু হল নদীয়ার কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এতদিন সংগৃহীত লালারস কলকাতায় পাঠানো হতো। এবার নদীয়া জেলাতেই এই পরিষেবা মিলবে। দ্রুত পরীক্ষার রিপোর্টও পাওয়া যাবে।
ইতিমধ্যে রাজ্যের প্রতি জেলাতেই কোভিড টেস্ট ল্যাবরেটরি চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সোমবার আইসিএমআর ও রাজ্য স্বাস্থ্য দফতর থেকে অনুমোদন চলে এসেছে।কল্যাণী জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালেই ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।
আরও পড়ুনঃ টুইটে দুটি সুখবর দিলেন নমো!
এজন্য কল্যাণী বিশ্ববিদ্যালয় ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ সাহায্য করেছে। ইতিমধ্যে ল্যাব টেকনিশিয়ানও নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার থেকে টেস্টও শুরু হল। এদিন ৩০ জনের লালারস পরীক্ষা করা হয়েছে। দু’তিন দিন পরীক্ষামূলকভাবে এই ল্যাবরেটরি চলবে। তারপরই পরীক্ষার সংখ্যা বাড়বে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584