২০২১ জানুয়ারিতেই পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে করোনার ভ্যাকসিনঃ নাইসেড অধিকর্তা

0
76

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা ভ্যাকসিন কবে আসবে, আপাতত সেদিকেই নজর সারা দেশের। দিন গুনছেন পশ্চিমবঙ্গের মানুষজনও। এই পরিস্থিতিতে আশার কথা শোনালেন নাইসেডের ডিরেক্টর শান্তা দত্ত। বললেন, সব ঠিক থাকলে ২০২১ সালের জানুয়ারিতেই দেশের আরও কয়েকটি রাজ্যের সঙ্গে করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে চলেছে পশ্চিমবঙ্গ।

Covid vaccine | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশে প্রথম এবং দ্বিতীয় দফার ভ্যাকসিনের ট্রায়াল পরীক্ষা হয়ে গিয়েছে। সেপ্টেম্বরে শুরু হবে ভ্যাকসিনের তৃতীয় দফার পরীক্ষা। তাতে পশ্চিমবঙ্গের অন্তত ১ লক্ষ মানুষ অংশগ্রহণ করার কথা।

আরও পড়ুনঃ বিশ্বে দ্রুততম ‘মানব ক্যালকুলেটর’ ভারতের নীলকান্ত

শান্তাদেবী জানিয়েছেন, ‘সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে ভ্যাকসিনের তৃতীয় দফার পরীক্ষা হওয়ার কথা। নিয়ম অনুসারে তৃতীয় দফার ফল বিশ্লেষণের জন্য ৬ মাস অপেক্ষার নিয়ম থাকলেও পরিস্থিতি বিবেচনা করে হু- ৪ মাসের মধ্যে ভ্যাকসিন তৈরির অনুমতি দেবে বলে আমরা আশাবাদী। সেক্ষেত্রে জানুয়ারিতে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের হাতে আসবে এই ভ্যাকসিন। তারপরেই সকলে এই ভ্যাকসিন পেয়ে যাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here