গনধোলাই সাইকেল চোরকে

0
265

১৮ই জুলাই, ২০১৭,নিজস্ব প্রতিবেদক, বেলডাঙ্গা:

চুরি, ছিনতাই এর রেশ বেলডাঙা শহর থেকে একেবারে যায় নি, তা আবারও প্রমাণ করলো ১৮ই জুলাই; মঙ্গল বার, হাটপাড়া বড় মসজিদ থেকে সাইকেল চুরির ঘটনায়।

 PRESS ASSOCIATION Photo. 

যদিও এক্ষেত্রে স্থানীয় লোকেরাই চোর টি কে হাতে নাতে ধরে ফেলে এবং মানুষের ক্ষোভের সামনে গণধোলাই এর শিকার হয় মির্জাপুর নিবাসী দুষ্কৃতিটির। স্থানীয় জন প্রতিনিধি হিসেবে ৬নং ওয়ার্ড এর কাউন্সিলার বাবলু সেখ ও বিশিষ্ট জনপ্রতিনিধি আরাফাত সেখ এর তৎপরতায় চোর টি কে গণধোলাই এর হাত রক্ষা করে পুলিশের হতে তুলে দিতে সমর্থ হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here