নিজস্ব সংবাদদাতা, অন্ধ্রপ্রদেশঃ
করোনা মোকাবিলায় কয়েকমাস দেশজুড়ে লকডাউন জারি হয়েছিল। তার জেরেই দীর্ঘদিন বন্ধ ছিল তিরুপতি মন্দির। তবে আনলক পর্বে খুলেছে ধর্মীয় স্থান। খুলেছে তিরুপতি মন্দিরের দরজাও।
কিন্তু প্রণামীতে পড়েছে ভাটা। লকডাউনে অনেকেই কাজ হারিয়েছেন। তাই মন্দিরে পুজো দিতে এলেও প্রণামী দেওয়ার সামর্থ্যও থাকছে না অনেকের। আবার করোনা সংক্রমণ এড়াতে মন্দিরে প্রবেশই করছেন না অনেকে। ফলে মন্দিরে চরম আর্থিক সঙ্কট দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ খেলনা তৈরি করে আত্মনির্ভর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মন্দির চর্চা, পুরোহিত ও কর্মীদের বেতন দিতে হিমশিম অবস্থা মন্দির পরিচালন কর্তৃপক্ষের। পরিস্থিতির মোকাবিলায় ব্যাঙ্কে জমানো টাকার উপর প্রাপ্য সুদে হাত দিতে হচ্ছে কর্তৃপক্ষকে। শুক্রবার তিরুমালা তিরুপতি দেবস্থানমের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সুদের টাকাতেই আপাতত চালাতে হবে তিরুপতি মন্দির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584