হরষিত সিংহ,মালদহঃ
বেআইনি পোস্ত চাষ নিয়ে সাধারণ মানুষকে আরো বেশি সচেতন করতে জিরো পপি কালটিভেশন র্যালি অনুষ্ঠিত হল মালদহ জেলায়। জেলা পুলিশের উদ্যোগে ১ লা নভেম্বর প্রতিটি থানায় এই সচেতনতার র্যালি করা হয়। জিরো পপি কালটিভেশন র্যালি উপলক্ষে ইংরেজবাজার থানার মহদিপুর লুকোচুরি পুলিশ ক্যাম্পের সামনে একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য ও জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ প্রশাসনিক কর্তা ব্যাক্তিরা।
বিগত কয়েক বছর আগে বেআইনি পোস্ত চাষ ছেয়ে গিয়েছিল গোটা মালদহ জেলা জুড়ে। বিশেষ করে কালিয়াচক, বৈষ্ঞবনগর, মোথাবাড়ি, গাজল ,ইংরেজবাজার সহ প্রায় প্রতিটি থানা এলাকায় ছড়িয়ে পড়েছিল এই পোস্তচাষ। কিন্তু গত দুই বছরে জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত অভিযান ও সচেতনতা চালানো হয়। ফলে বর্তমানে বন্ধ হয়ে পড়েছে এই বেআইনি চাষ।তবুও প্রতিবছর সাধারণ মানুষকে সচেতন করতে নানান কর্মসূচি গ্রহন করা হচ্ছে জেলা পুলিশের উদ্যোগে। পোস্ত চাষ নির্মূলে সাফল্য পেয়ে গত বছর থেকে পয়লা নভেম্বর তারিখটি জিরো পপি কালটিভেশন অর্থাৎ পোস্ত চাষ নির্মূলকরণ জেলা হিসাবে পালন করা হচ্ছে। এদিন তাই গোটা জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল দিনটি।
আরও পড়ুনঃ ময়দানে মদন,চ্যালেঞ্জ মোদী থেকে শাহকে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584