সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
বিশ্বের নানা প্রান্তে করোনা ভাইরাস মারণ থাবা বসিয়েছে। এখনো পর্যন্ত এদেশে আক্রান্তের সংখ্যা প্রায় ত্রিশ জন। স্বাস্থ্যমন্ত্রকের পর্যবেক্ষণ অনুসারে ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
চীন, জাপান, ইরান, ইন্দনেশিয়া প্রভৃতি দেশ থেকে কেউ এলে তাদের ওপর নজরদারির কথা বলা হয়েছে। বর্ধমান শহরের বিভিন্ন দেশ থেকে ফিরেছেন এমন নয় জনকে চিহ্নিত করেছে স্বাস্থ্য দপ্তর। বাড়ি থেকে তাঁদের বার হতে নিষেধ করেছে জেলা প্রশাসন।
আরও পড়ুনঃ করোনা রুখতে সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরী হল আইসোলেশন ওয়ার্ড
ইতিমধ্যেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভিতরে একটি আইসোলেশন ওয়ার্ড গড়া হয়েছে। সেখানে মজুদ রাখা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার মাস্ক। ভাইরাস আক্রান্তদের জন্য যে একটি পৃথক ওয়ার্ড খোলা হয়েছে তাতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিন্ডারও এখানে রাখা হয়েছে।
হাসপাতালের সুপার প্রবীর সেনগুপ্ত বলেন, করোনা ভাইরাসের জন্য প্রায় ১০ হাজার বিশেষ মাস্ক মজুত রাখা হচ্ছে। জেলা প্রশাসন ঘোষণা করেছে, আতঙ্কের কিছু নেই। তবে সচেতনতা জরুরি। তার উপরে জোর দেওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584