নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এবার করোনা ভাইরাসের থাবা কুটির শিল্পেও। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ নং অঞ্চলের চককানু দিয়াশি পাড়ার সেই ছবিই ধরা পড়লো নিউজ ফ্রন্টের ক্যামেরায়। জানা গেছে এই পাড়ায় ৫০ টির বেশি পরিবার বাঁশ শিল্পের মাধ্যমে সংসার চালান।
বাঁশের তৈরি ঠেকা,ঝুড়ি,কুলো বানিয়ে বাজারে বিক্রি করে যে টাকা উপার্জন করত,তাতে কোনরকম ভাবে সংসার চলতো৷ কেন্দ্র ও রাজ্য সরকারের লকডাউন ঘোষণার পরেই বানানো ঠেকা, ঝুড়ি, কুলাে ঘরে পড়ে ঘুণ লেগেছে। রেশনের বরাদ্দ খাদ্য সামগ্রিক দিয়ে পুরোপুরি ভাবে চলছেনা এই মানুষ গুলির সংসার।
আরও পড়ুনঃ ত্রাণ তহবিলে দান প্রাথমিক শিক্ষকদের
তাই রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন তাদের ব্যবসা করার অনুমতি দেওয়ার জন্য। নচেত খাদ্য দ্রবের ব্যবস্থা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছে এই পরিবার গুলি।
তবে আদৌ কি এসব ক্ষুদ্র শিল্প গুলির কথা ভাববে বর্তমান রাজ্য সরকার সেটাই দেখার বিষয়। যদিও সরকারের নির্দেশের উপর তাকিয়ে এইসব পরিবারগুলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584