পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
করোনা ভাইরাস নিয়ে ও মশা বাহিত রোগে নিয়ে ইসলামপুরের মিলন পল্লী ইলেভেন স্টার ক্লাবের পক্ষ থেকে আজ এক প্রচার অভিযান চালানো হয়।
সঙ্গে পাড়াতে ব্লিচিং পাউডার ও মশার স্প্রে করা হয় নর্দমা ও নোংরা আবর্জনার উপরে। মশার স্প্রে ও ব্লিচিং পাউডারের ছড়ানো হয় যাতে মশার লার্ভা ওই নর্দমাতে মারা যায় আর মশাবাহিত কোন রোগ না হয়।
আরও পড়ুনঃ করোনা ভাইরাসের জের, সতর্কতা মহানগরী জুড়ে
করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও যাতে সেই রোগ না ছড়ায় সে জন্য নিজেকে পরিচ্ছন্ন থাকার আহ্বান করেন তারা। জীবানুনাশক সাবান দিয়ে হাত বারবার ধোয়ার আবেদন, হাত বারবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এলাকায় নোংরা আবর্জনা না ফেলার কথা বলেন তারা।
গণেশ চন্দ্র সরকার মিলন পল্লী ইলেভেনের স্টার সম্পাদক জানান মানুষকে আরও বেশি সচেতন করতে এই করোনা ভাইরাস ও মশা বাহিত রোগের থেকে মানুষকে সচেতন করতে, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আজ তার ক্লাবের সদস্যরা মিলে এই মশাবাহিত রোগ ও ভাইরাসে আক্রান্ত থেকে বাঁচানোর জন্য এই প্রয়াস করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584