নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ইতিমধ্যেই করোনা ভাইরাসকে নিয়ে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে গোটা রাজ্যের মানুষ। রাজ্য স্বাস্থ্য দফতর থেকে শুরু করে ব্লক স্বাস্থ্য দফতর নানান সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে।
সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে কিভাবে দৈনিক নানান অভ্যাসের মধ্য দিয়ে এই ভাইরাস থেকে মুক্তি পাবে, সেই লক্ষ্যেই রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ডাবচা এলাকায় এক ক্লাব সংগঠনের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্বন্ধে নানান সচেতনতামূলক হিসাবে এলাকার মানুষকে সচেতন জানালো রবিবার, মাইকিং প্রচার এর মধ্য দিয়ে এবং পোস্টারের মাধ্যমে এলাকার মানুষকে সচেতনতা করল এই ক্লাব সংগঠন, জানা গেছে সারাবছরই নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে ক্লাব সংগঠন, শুধু সচেতনতাই নয় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করল একলা সংগঠন।

আরও পড়ুনঃ করোনার প্রভাবে বন্ধ থাকবে বলিউডের শুটিং
এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লক্ষীকান্ত ঘোষ, অসিত উপাধ্যায়, সুশান্ত সিংহ সহ অন্যান্য সংগঠনের কর্মী বৃন্দ, আর এই সমাজ সেবক মূলক কাজের জন্য যথেষ্ট আপ্লুত এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584