কালচিনির গ্রামীণ হাসপাতালে বসতে চলেছে করোনার পরীক্ষা মেশিন

0
52

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের একমাত্র হাসপাতাল উত্তর লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে খুব শীঘ্র বসতে চলেছে করোনা পরীক্ষার মেশিন। এই কথা জানাল উত্তর লতাবাড়ি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার।

asim majumdar | newsfront.co
অসীম মজুমদার, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। নিজস্ব চিত্র

সবচেয়ে বড় চা বলয় কালচিনি ব্লকে ২১ টি চা বাগান রয়েছে। এছাড়া রয়েছে বনবস্তি, বক্সা পাহাড়। এখানকার কয়েক হাজার পরিযায়ী শ্রমিক ভিন রাজ‍্য ও ভিন দেশে কাজের সন্ধানে গিয়েছিল। বর্তমানে করোনা আবহে তারা ফিরতে চলেছে।

রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার জানান, ‘করোনা মহামারী বিষয়ে ডাক্তার ,স্বাস্থ্যকর্মী সহ কারো কোনো অভিজ্ঞতা ছিল না।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরল তিনজন

কাজ করতে গিয়ে আমরা অনুভব করেছি, আমাদের এলাকায় করোনা পরীক্ষা মেশিন খুব প্রয়োজন। কেননা এত মানুষ প্রতিনিয়ত আসছে। পরীক্ষা করানোর জন্য নমুনা যাচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।

তার রিপোর্ট আসতে আসতে ১৫ দিনের মত সময় লাগছে। আমাদের এলাকায় পরীক্ষা করা গেলে খুবই সুবিধা হবে। এর ফলে যেমন কোয়ারান্টাইন সেণ্টারগুলো ভিড় কমবে, অন্য দিকে যারা বাইরে থেকে এসে ঘরে ফিরতে পারছে না রিপোর্ট না আসা অবধি তারা উপকৃত হবে ।

আরও পড়ুনঃ আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

তিনি আরো জানান, আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্য মোহন শর্মার পরিবারের সদস্যরা মিলে স্বাস্থ্য দফতরকে একটি করোনা পরীক্ষা জন্য একটি মেশিন দিয়েছে। খুব শীঘ্র সেটি উত্তর লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে বসানো হচ্ছে।

এজন্য আমরা শর্মা পরিবারকে ধন‍্যবাদ জানাচ্ছি, কেননা কালচিনি মত বড় চা বলয়ে এই মেশিন খুব প্রয়োজন ছিল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here