মনিরুল হক, কোচবিহারঃ
মুম্বাই থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্সে মৃত বাংলাদেশী যুবকের বাবার শরীরেও মিলল করোনার সংক্রমণ। তবে করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে মৃত ওই যুবকের মায়ের। শনিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা রিপোর্টে এই খবর জানা গিয়েছে।
জানা গিয়েছে, মৃত ওই যুবকের বাবাকে ইতিমধ্যেই আরও উন্নত চিকিৎসার জন্য কোচবিহার কোভিড হাসপাতাল থেকে শিলিগুড়িতে পাঠানো হচ্ছে। উল্লেখ্য, মহারাষ্ট্র থেকে ক্যান্সারের চিকিৎসা করিয়ে কোচবিহারের এক আত্মীয়ের বাড়িতে ফেরার সময় রাস্তাতেই মৃত্যু হয় বাংলাদেশী এক যুবকের।
আরও পড়ুনঃ করোনাকে দূর করতে হোমযজ্ঞ, হাজির খোদ উপপুরপ্রধান
জানা গিয়েছে, গত সোমবার রাতে ওই যুবকের দেহ নিয়ে আসা হয় কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানকার মর্গে দেহটি পৃথক করে রাখা হয়। এরপর সেদিনই তার নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় করোনা টেস্টের জন্য। বুধবার সেই রিপোর্ট পজিটিভ আসে।
জানা গিয়েছে, কোচবিহার শহরেরই মৃত ওই যুবকের এক আত্মীয়ের বাড়ি রয়েছে। সেখানেই ফিরছিল সে। কিন্তু ফেরার পথে মৃত্যু হয় তার। এরপরেই যুবকের পরিবারের সদস্যদের চিহ্নিত করে কোয়ারান্টিন সেন্টারে পাঠানো হয়। ওই যুবকের আত্মীয়ের বাড়ির এলাকা স্যানিটাইজ করা হয়। এরপর আজ মৃত ওই যুবকের বাবার করোনা রিপোর্ট পজিটিভ আসায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584