নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরে প্রথম পড়লো করোনার থাবা। ক্ষীরপাই -এর করোনা আক্রান্তের সংস্পর্শে আসা এক স্বাস্থ্যকর্মীর দেহে মিলল করোনা সংক্রমণ।
জানা গিয়েছে, মেদিনীপুর শহরের এক নামজাদা নার্সিংহোমে কর্মরত ছিল এই স্বাস্থ্যকর্মী। ক্ষীরপাই -এর করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় দিন কয়েক ধরেই তাকে কোয়ারেন্টাইন করা হয়েছিল মেদিনীপুর শহরের এক মেসে।
আরও পড়ুনঃ করোনা উপসর্গের রোগীকে ফেরাল দুই হাসপাতাল, অ্যাম্বুলেন্সে মৃত্যু
প্রসঙ্গত এই মেসেই ৪ সঙ্গীর সাথে দীর্ঘদিন যাবৎ থাকত এই স্বাস্থ্যকর্মী। করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় স্বাস্থ্য দফতরের তরফে মেসেই কোয়ারেন্টাইন করা হয় এই স্বাস্থ্যকর্মী সহ ৪ জনকে। তাদের লালারস সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজে।
শনিবার বিকেলে করোনা পজিটিভ রিপোর্ট আসে স্বাস্থ্যকর্মীর। এরপরে ওই স্বাস্থ্যকর্মীকে স্থানান্তরিত করা হয় মিছ গ্রামের করোনা লেভেল ৩ হসপিটালে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584