উপসর্গ কমলেই বাড়ি! কেন্দ্রের নয়া নির্দেশিকায় বিতর্ক

0
53

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এমতাবস্থায় নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, একটু সুস্থ হলেই অর্থাৎ উপসর্গ কমে গেলে কোনোরকম টেস্ট ছাড়াই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে করোনা আক্রান্তকে

symptoms | newsfront.co
প্রতীকী চিত্র

শনিবার প্রকাশ্যে আসা স্বাস্থ্যমন্ত্রকের নতুন গাইডলাইনে জানানো হয়েছে, জ্বর, , সর্দি, কাশির মতো সামান্য উপসর্গ নিয়ে ভর্তি হওয়া কোনও রোগী হাসপাতালে ১০ দিন কাটানোর পর তাঁকে যখন ছেড়ে দেওয়া হবে, তখন আর তাঁর রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর (আরটি-পিসিআর) টেস্ট করানোর দরকার নেই। উপসর্গ কমে যাওয়ার পর আর তাঁর শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ রয়েছে কিনা তা আর পরীক্ষা করার প্রয়োজন নেই। মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে ১০ দিন রেখে করোনা রোগীকে ছেড়ে দেওয়া হবে।

খুবই সামান্য বা কোনো উপসর্গ যদি না দেখা দেয় এমন রোগীর ক্ষেত্রে টানা তিন দিন জ্বর আর না এলে, তাঁদের অক্সিজেন দেওয়ার আর প্রয়োজন না হলে হাসপাতালে ১০ দিন কাটানোর পর ছেড়ে দেওয়া যাবে। হাসপাতাল থেকে ডিসচার্জের সময় সেই রোগীদের আর কোনও রক্তপরীক্ষা, আরটি-পিসিআর টেস্ট করানোর দরকার নেই। তবে বাড়ি ফিরে ১সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে রোগীদের।

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে কেন্দ্র-রাজ্য সরকারের সমালোচনায় সেলিম

কেন্দ্রের এহেন গাইডলাইন নিয়ে প্রশ্ন তুলেছেন অধিকাংশ চিকিৎসক। তাঁরা বলেন, এইমুহূর্তে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন ধীরে ধীরে বাড়ছে। হাসপাতালগুলিতে সঠিক চিকিৎসার পরিকাঠামো নেই। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও কোনো প্রোটেকশন নেই। যমে মানুষে টানাটানি চলছে। করোনার মতো একটা মারণ ভাইরাসের সাথে প্রতিনিয়ত লড়ছেন সকলে। আর এইরকম একটা সময়ে কেন্দ্রে এহেন সিদ্ধান্ত অত্যন্ত বিপদজ্জনক।

একাংশ চিকিৎসক এও বলেন যে, বিদেশে দেখা গিয়েছে, ১০ বা ১৪ দিন পরেও কোভিড-১৯ ভাইরাসে রোগী আক্রান্ত হয়েছেন। আর বাড়িতে ফিরে যাওয়ার ফলে সেই রোগীর থেকে তাঁর পরিবার, পরিজন ও প্রতিবেশীদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকবে। দেশে করোনা আরও জাঁকিয়ে বসছে। এমন কঠিন সময়ে এরকম সিদ্ধান্ত কেন নিলেন স্বাস্থ্যমন্ত্রক?

অন্যদিকে, মন্ত্রকের এক কর্তা জানান, যাতে করোনা রোগীতে হাসপাতাল উপচে না পড়ে। ভিড় এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত। কোভিড-১৯ ভাইরাস নিয়ে অন্য দেশগুলির গবেষণা থেকে জেনে তারপরই এই সিদ্ধান্ত কেন্দ্রের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here