নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
চলতি শিক্ষা বর্ষ থেকে একাদশ শ্রেণীর সিলেবাসে পড়ানো হবে করোনা ভাইরাস সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন ভাইরাসের চরিত্র, কিভাবে সংক্রমণ হয়, প্রতিরোধের উপায়- সবই। মুলত শারীরশিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বইয়ে এই অধ্যায় অন্তর্ভুক্ত হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমেও যুক্ত হবে করোনা স্বাস্থ্যবিধি সম্পর্কিত প্রোটোকল, এমনটাই জানা গিয়েছে স্কুল শিক্ষা দফতর সূত্রে।
এতদিন সংক্রামক রোগ সম্পর্কে ধারণা দেওয়া হলেও এত বিস্তারিত তথ্য উল্লেখ করা হত না। এবার এই অতিমারি পরবর্তী পরিস্থিতিতে করোনাভাইরাসের পাশাপাশি বিভিন্ন সংক্রামক রোগ সম্পর্কে পড়ুয়াদের ছাত্রাবস্থা থেকেই বিস্তারিত জানা প্রয়োজন বলে মনে করছে রাজ্য সরকার।
২০২০ ও ২০২১ এই দুই শিক্ষাবর্ষ জুড়ে করোনার প্রকোপ দেখেছে সব বয়সের শিক্ষার্থীরা। আপনজনকে হারিয়েছেও অনেকে। রাজ্যের শিক্ষা দপ্তর চাইছে করোনা বা অন্য কোনও মহামারী, এখন থেকেই এই বিষয়টি সম্পর্কে সচেতনতা নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা গড়ে তুলতে। তাহলে ভবিষ্যতে কখনো কোনও বড় সংক্রমণ হানা দিলে তা প্রতিরোধে তৎপর হতে পারবেন আজকের এই প্রজন্মই।
আরও পড়ুনঃ তৃতীয় ঢেউ মোকাবিলায় একগুচ্ছ সিদ্ধান্ত রাজ্যের, জরুরি ভিত্তিতে তৈরি হবে ‘হাইব্রিড সিসিইউ’
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শিক্ষক সমাজ সকলেই সাধুবাদ জানিয়েছেন সরকারের এই উদ্যোগকে। তাঁদের সকলেরই বক্তব্য, বিদ্যালয় স্তর থেকে সিলেবাসে করোনাভাইরাস সম্পর্কে অন্তর্ভুক্তি প্রশংসনীয় এবং সাধুবাদযোগ্য। করোনাভাইরাস কোনও দিন চলে যাবে না। গোড়া থেকেই এই ভাইরাস সম্পর্কে বোঝাতে হবে। ছাত্র-ছাত্রীদের জীবন থেকে এই ভাইরাস সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হলে লাভ মানব সমাজেরই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584