শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
পা সে আগেই রেখেছিল এ রাজ্যে। এবার ধীরে ধীরে জমি শক্ত করছে করোনা ভাইরাস। এবার কলকাতায় করোনাভাইরাসে আক্রান্ত চতুর্থ রোগীর হদিশ মিলল। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ওই ব্যক্তি কয়েক দিন আগে প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। তাঁর বয়স ৫৪ বছর। বাড়ি দমদমে।
আরও পড়ুনঃ করোনার থাবা এবার অন্নপ্রাশনেও, মেয়ের অন্নপ্রাশনের অনুষ্টান বাতিল রায়গঞ্জের দম্পতির
জানা গিয়েছে, সাম্প্রতিক কালে তিনি বিদেশ ভ্রমণে যাননি। তবে দেশের মধ্যে কোথাও গিয়েছিলেন কিনা তা অবশ্য এখনও পরিষ্কার নয়। তবে দেশের মধ্যে কারোর থেকেই যে তিনি সংক্রামিত হয়েছেন, এটা পরিষ্কার। একে বলে ‘কমিউনিটি স্প্রেডিং’ বা ‘জন সংক্রমণ।’ এই পরিস্থিতিতেই মুখ থুবড়ে পড়েছিল ইতালি। ভারত কি ভাবে সামাল দেয়, সেটাই দেখার।
সূত্রের খবর, ওই ব্যক্তি অন্য চিকিৎসার জন্য ১৩ মার্চ ভর্তি হন। কিন্তু তার প্রবল শ্বাসকষ্ট রয়েছে। ১৯ মার্চ থেকে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। যেটা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটা খুবই সাধারণ।
তার পর তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার তাঁর টেস্ট রেজাল্ট করোনাভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে ওই ব্যক্তিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584