করোনা’র জের, ভিসা বাতিল প্রফেসরদের

0
51

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আজ অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শুরু হতে চলেছে ১৪তম আন্তর্জাতিক ভূগোল ইউনিয়ন (ইণ্টারন‌্যাশনাল জিওগ্রাফি ইউনিয়ন) সেমিনার। তিনদিনের সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে পৃথিবীর বেশ কিছু দেশের প্রফেসরদের। কিন্তু অনেকেই সেমিনারে আসতে পারছেন না করোনা ভাইরাসের জেরে।

coronavirus to delay professor visa | newsfront.co
নিজস্ব চিত্র

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে আন্তর্জাতিক সেমিনারে কৃষি, খাদ্য, জল, জীব বৈচিত্র্য এবং স্বাস্থ্যের কিভাবে পরিবর্তন ঘটছে আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি – তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আন্তর্জাতিক এই সেমিনারের উদ্বোধন করবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিমাই চন্দ্র সাহা।

আরও পড়ুনঃ মাদ্রাসা নিয়োগ মামলায় পুনর্মূল্যায়নের আবেদন খারিজ, জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিশ

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির থাকার কথা জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস প্রফেসর তথা ইণ্টারন্যাশনাল জিওগ্রাফি ইউনিয়নের সভাপতি জুকিও হিমিইয়ামার। আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছে জাপান, বাংলাদেশ, চীন, থাইল্যাণ্ড, শ্রীলংকা, অষ্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর।

কিন্তু ইতিমধ্যেই করোনা ভাইরাসের জেরে ভারত সরকার জাপান, থাইল্যাণ্ড এবং চীনের সমস্ত ভিসা বাতিল করেছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা উপস্থিত থাকবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here