নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদা টাউন স্টেশনের রেল পার্কের সংস্কার নিয়ে দূর্নীতি ও আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠল। শনিবার পার্কটির উদ্বোধন করার দিন ধার্য করে মালদা ডিভিশন। কিন্তু এদিন উদ্বোধন না হওয়ায় রেলের কর্তা আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিলেন রেলের যাত্রী পরিষেবা কমিটির প্রাক্তন সদস্য তথা তৃণমূল কাউন্সিলার নরেন্দ্রনাথ তেওয়ারী। দীর্ঘদিন পর মালদা টাউন স্টেশনের পরিত্যক্ত পার্কটি সংস্কার করতে উদ্যোগী হয় রেল। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে পার্কটি।
রেলসূত্রে জানা গিয়েছে, ১৯ অক্টোবর শনিবার পার্কটির উদ্বোধন করার দিন ধার্য করা হয়েছিল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার পার্কটির উদ্বোধন করবে ঘোষণা করা হয়। কিন্তু এদিন তিনি আসতে না পারায় পার্কের উদ্বোধনের দিন বাতিল করা হয়।
আগামি ২১ অক্টোবর উদ্বোধনের দিন ঠিক করা হয়েছে। পার্কের উদ্বোধনের দিন পরিবর্তন ও টালবাহানার জেরেই রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলার নরেন্দ্রনাথ তেওয়ারি। তিনি অভিযোগ করে বলেন, এর আগেও একাধিকবার পার্কটির সংস্কার করা হয়েছিল। কিন্তু চালু করা হয়নি।
পার্ক সংস্কারের নামে সরকারী টাকার নয়ছয় করা হচ্ছে। আবার পার্কটির সংস্কার করা হচ্ছে রেলের পক্ষে। সংস্কার করার পর পার্কটির রক্ষণাবেক্ষণ কিভাবে হবে সেই বিষয়ে রেলের কাছে কোন সঠিক তথ্য নেই। উদ্বোধন থেকেই শুরু হয়েছে রেলের গাফিলতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584