আমপানে ক্ষতিগ্রস্তদের মিলছে না ত্রাণ, জুটছে লাঞ্ছনা

0
31

শান্তনু পুরকাইত,মথুরাপুরঃ

আমপান ঘূর্ণিঝড়ে ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ সর্বত্র। উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম। দক্ষিণ সুন্দরবনের প্রতিটি গ্রামপঞ্চায়েতের অবস্থা সংকটজনক। মথুরাপুর এক নম্বর ব্লকের লক্ষ্মীনারায়নপুর দক্ষিণ গ্রামপঞ্চায়েত। ১৬টি বুথের ১৬ জন সদস্য এই পঞ্চায়েতে। তৃণমূল কংগ্রেস ৮টি,বিজেপি ২টি,নির্দল ৬টি। প্রধান রয়েছেন তুষার হালদার।

people | newsfront.co
অভিযোগকারী স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

ঘোড়াদল,ঘোষেরপোল,ঘোষেরচক,হালদারহাট,দহকান্দার মতো বহু এলাকায় আজও মেলেনি ক্ষতিগ্রস্ত দের টাকা। আমপান ঘূর্ণিঝড়ে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি,বিধায়ক কোটা নিয়ে মোট তিনটে কোটায় ৬৩৮ জনের নামের লিষ্ট করা হয়।

আরও পড়ুনঃ টোটো বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত চান খগেন

কিন্তু তাতে দেখাযায় যারা শাসক দলের ঘনিষ্ঠ তারাই সে অর্থ পেয়েছেন। অপরদিকে যারা প্রাপ্য তারা বঞ্চিত রয়েছেন। দুঃস্থ পরিবার গুলি ক্ষতির দাবি জানালে জুটছে লাঞ্ছনা। এ বিষয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here