ভরতপুরের সিজগ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আবাস যোজনার দূর্নীতির অভিযোগ

0
73

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

মুশিদাবাদের ভরতপুর ১ নম্বর ব্লকের সিজগ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে সিজগ্রাম পঞ্চায়েতেের প্রধানের বিরুদ্ধে। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান রাসমিনা বিবি।

Panchayat Pradhan Rashmoni Bibi
রাসমিনা বিবি। নিজস্ব চিত্র

অভিযোগ, আবাস যোজনার নতুন তালিকায় ১৬ টি এমন নাম রয়েছে, যারা প্রধানের আত্মীয় স্বজন। তাদের প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও আবাস যোজনার নাম থাকা বহু উপভোক্তার পাকা বাড়িও রয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান বাসিন্দাদের একাংশ। বিডিও আবিদা সুলতানা বলেন, অভিযোগের তদন্ত করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Sijgram Gram Panchayat
নিজস্ব চিত্র

অভিযোগকারীরা জানান, সম্প্রতি আবাস যোজনার নতুন তালিকা প্রকাশ হয়েছে। তাতে পাকা বাড়ি থাকা অনেকের নাম রয়েছে। পঞ্চায়েত প্রধানের প্রায় ১৬ জন আত্মীয়ের নাম তালিকায় রয়েছে। ওই তালিকার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।

আরও পড়ুনঃ শুভেন্দুর বাড়ির এলাকায় আজ ফের সিআইডি, স্কেচ থেকে ভিডিওগ্রাফি করলেন তদন্তকারীরা

এ ব্যাপারে তৃণমূলের পঞ্চায়েত প্রধান রাসমিনা বিবি বলেন, “আমার আত্মীয় বলে সরকারি সুযোগ পাবেন না এটা তো হয় না। তবে ২০১৮ সালে এই তালিকা তৈরি হয়েছিল। ওই সময় এদের মাটির বাড়ি ছিল। যদিও এখন পাকা বাড়ি হয়েছে। প্রশাসন তদন্ত করে তালিকা থেকে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম বাদ দেবে আশা করি। তবে আমি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছি। তদন্ত হোক আসল তথ্য বেরিয়ে আসুক আমি এটাই চাই।””

আরও পড়ুনঃ বহরমপুরে পেট্রোপণ্য-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ যুব কংগ্রেসের

ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত বলেন, অভিযোগ উঠতেই পারে। তবে সব অভিযোগ সত্যি হয় না। কিন্তু পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক প্রমাণিত হলে নিয়মমাফিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here