সদ্য অ্যামাজন প্রাইমে মুক্তি পেল ‘তুফান’, রিভিউ দিলেন স্বয়ং শাহরুখ খান

0
112

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

গতকাল শুক্রবার অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘তুফান’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার। এই ছবি নিয়েই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। কারণ ছবিটির ট্রেলার সিনেদর্শকের হৃদয়ে কড়া নাড়লেও মুক্তির আগে ‘লাভ জেহাদ’ প্রচার করার দায়ে বিতর্কে জড়িয়েছিল এই ছবি। যদিও সেই বিতর্ক নিয়ে মাথা ঘামাননি নির্মাতাদের। কিন্তু এই স্পোর্টস ড্রামা পর্দায় দেখার জন্য অপেক্ষায় ছিলেন দর্শকরা।

Shah Rukh Khan on Toofaan
কোলাজ চিত্র

কারণ, ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে রাকেশ ওমপ্রকাশ মেহেরা ও ফারহান আখতার জুটি যেভাবে ঝড় তুলেছিল, এবারও সেরকমই একটা কিছুর অপেক্ষা করছিলেন দর্শককূল। ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে একজন বক্সারের চরিত্রকে কীভাবে দর্শকের সামনে তুলে ধরতে পারলেন ফারহান আখতার? এবার ছবির রিভিউ দিলেন বলিউড বাদশা স্বয়ং।

আরও পড়ুনঃ শ্রীজাতর প্রথম ছবিতে থাকছেন প্রিয়াঙ্কা এবং পরমব্রত

অভিনেতা শাহরুখ খানের সোজাসাপটা মন্তব্য, “আমাদের সবার ‘তুফান’ দেখা উচিত।” শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিতে এধরণের ছবি করা যে আরও প্রয়োজন, সেকথাও উল্লেখ করতে ভুললেন না তিনি। টুইট করে কিং খান লিখেছেন, “আমার বন্ধু ফারহান আখতার ও রাকেশ ওমপ্রকাশ মেহেরার ভালোবাসা ও শ্রমের ফসল এটা। দিন কয়েক আগে এই সিনেমাটি দেখার সৌভাগ্য হয়েছিল আমার। দুর্দান্ত পারফরম্যান্স পরেশ রাওয়ালের। ম্রুণাল ঠাকুর, মোহান আগাস, হুসেইন দালালও বেশ সাবলীল। ছবিটা দেখে আমার মনে হয়েছে, আমাদের সবার ‘তুফান’-এর মতো ছবি তৈরি করা উচিত।” শাহরুখের তরফে এমন ভূয়সী প্রশংসা পেয়ে আপ্লুত বলিউড অভিনেতা ফারহান আখতার। কিং খানকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ গিটারের তারে আঙুল নেই, তবুও মিউজিক বাজছে, নেটিজেনদের হাসির খোরাক ‘যমুনা ঢাকি’

উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তি পেয়েছিল জনপ্রিয় সিনেমা ‘ডন’। এই সিনেমাটি পরিচালনা করার সময় থেকেই ফারহানের সঙ্গে শাহরুখের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পরে, ২০১১ সালেও ফারহানের পরিচালনায় কিং খান ‘ডন ২’-তে অভিনয় করেছেন। তারওপরে শাহরুখের ‘রইস’ সিনেমারও অন্যতম প্রযোজক হিসাবে ছিলেন ফারহান আখতার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here