জৈদুল শেখ, মুর্শিদাবাদঃ
রাজ্য সরকার প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ব্যবস্থা করেছেন পোশাকের। স্কুল পোশাকের জন্য মাথাপিছু বরাদ্দ হয়েছে ৬০০ টাকা। আর এই স্কুল পোশাক নিয়ে এবার দুর্নীতির অভিযোগে সরব হলেন কান্দির এক স্কুল শিক্ষক। বিষয়টি সমস্যা সমাধানের জন্য তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য দ্বারস্থ হলেন মহকুমা শাসকের কাছে।
এই ঘটনায় সোমবার উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের কান্দি থানার বাগডাঙ্গা জি এস এফ পি প্রাথমিক স্কুলে ও বাঘডাঙা হাজরা পাড়া প্রাথমিক স্কুলে। স্কুলের সহ শিক্ষক তথা বিজেপি নেতা দেবজ্যোতি রায় ও সহ শিক্ষিকা তথা কান্দি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক সান্তনা রায় অভিযোগ জানিয়েছেন, রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের জন্য ৬০০ টাকা বরাদ্দ করলেও যে স্কুল ড্রেস দেওয়া হচ্ছে তা ৩০০ টাকারও কম মূল্যের মধ্যে। এখানে ৩০০ টাকা কাটমানি খেয়ে নিচ্ছেন এলাকার দুষ্কৃতীরা। অবিলম্বে এটি বন্ধ হওয়া জরুরী।
যদিও বিষয়টি নিয়ে কান্দি পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক গোবিন্দ রায় জানিয়েছেন, আমি পুরো বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব নিম্নমানের পোশাক হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে রাজ্য সড়ক অবরোধ করে ট্রাক মালিকদের বিক্ষোভ জলঙ্গিতে
অপরদিকে এই পোশাক নিম্নমানের বলে স্কুলের সামনে বিক্ষোভ দেখান বাঘডাঙ্গা এলাকার গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584