‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ ঘিরে গুগুলের ডুডল চমক

0
222

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

এবার অ্যাভেঞ্জার্স এন্ডগেম গ্রাস করল গুগলকেও।কিন্তু কিভাবে গ্রাস করল গুগল কে?গুগল সার্চে গিয়ে ইংরেজিতে থ্যানোস টাইপ করলে তার ফলস্বরূপ থ্যানোস ও এভেঞ্জার সম্পর্কিত নানা বিধ তথ্যাদি ভেসে উঠবে।এই পেজটির ঠিক ডান দিকে দেখতে পাওয়া যাবে থ্যানসের ইনফিনিটি পাথর লাগান গন্টলেট।সেটিতে স্পর্শ করতেই একে একে ম্যাজিকের মত ভ্যানিশ হয়ে যাবে অ্যাভেঞ্জার্স ও থ্যানস সংক্রান্ত সমস্ত তথ্যাদি।

coruscation Of Google surrounding Avengers Endgame
ছবিঃ হিন্দুস্থান টাইমস

তবে অবাক হওয়ার বা ভয় পাবার কিছু নেই ঠিক যে ভাবে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার’ছবিতে শেষ দৃশ্যে দুর্লভ পাথরের ক্ষমতায় সুপার হিরোদের শেষ করে দিয়েছিল থ্যানোস সেভাবেই সব মুছে যাবে।পুনরায় ওই তথ্যাদি ফিরে পেতে হলে আবার ওই গন্টলেটটিকে টাইম স্টোন হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে আবার আগের মত সব তথ্য ফিরে আসবে।

আরও পড়ুনঃ ভিভোর গেম ফ্রেন্ডলি মোবাইল

উল্লেখ্য,গুগলের এই চমক নতুন কিছু নয়।বছরের বিশেষ দিনগুলিতে এভাবে নানা রকমের ডুডল তৈরি করে থাকে গুগল সংস্থা।যেমন গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে ইংরেজিতে ‘ডু আ ব্যারেল রোল’ লিখে সার্চ করলে তার ফলাফল হিসেবে অবাক রকমভাবে পেজটি ৩৬০ ডিগ্রি ঘুরে আবারও সোজা হয়ে যাবে।এই রকম আরও একাধিক চমক রয়েছে গুগল জুড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here